হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর মুমিন ও সূফির স্বরূপ।

মুমিন ও সূফির স্বরূপ।

মুমিন ও সূফির স্বরূপ।

মুমিন:
পরিতৃপ্ত নফস তথা নফসে মোৎমায়েন্নাহ কে মুমিন বলা হয়। মুমিন জান্নাতি, মুমিন সফলকাম।

সূফি:
সংস্কারমুক্ত নফসকে বলা হয় সূফি। যিনি ভালো মন্দের বৃত্তের বাহিরে অবস্থান করেন তিনিই সূফি।

  • ১: মুমিন হতেই সূফি হয়, কিন্তু সূফি হতে মুমিন নয়।
  • ২: প্রত্যেক ধর্মে মুমিন থাকতে পারে, কিন্তু সূফির কোনো নিদিষ্ট ধর্ম নাই।
  • ৩: যিনি কুরস ত্যাগ করে সুরস অর্জন করছেন অর্থাৎ যিনি মন্দকে পরিত্যাগ করছেন তিনি মুমিন।আর যিনি ভালো ও মন্দ উভয়ই পরিত্যাগ করছেন তিনি সূফি।
  • ৪: মুমিনের মধ্যে জাতপাত-ধর্মের গন্ধ থাকতে পারে, কিন্তু সূফির মধ্যে জাত ধর্মের কোনো বালাই নাই।
  • ৫: সকল মুমিন সূফি নয়, কিন্তু সকল সূফি মুমিন বটে।
  • ৬: মুমিন ধার্মিক, কিন্তু সূফি প্রেমিক।
  • ৭: মুমিন আনুষ্ঠানিক ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু সূফি আশেকি ধর্মের অনুসারী।
  • ৮: মুমিন নিদিষ্ট ধর্মের হতে পারে, কিন্তু সূফি সকল ধর্মের।

– আর এফ রাসেল আহমেদ