হোমপেজ ইলমে মারেফত তিন প্রকারের মৃত্যু

তিন প্রকারের মৃত্যু

202

তিন প্রকারের মৃত্যু

তিন প্রকার মৃত্যু যথাঃ

  • ১. স্বাভাবিক মৃত্যু।
  • ২. দৈব চক্রে মৃত্যু।
  • ৩. আত্মহত্যা।

১. স্বাভাবিক মৃত্যু:
স্বাভাবিক মৃত্যু হল যেভাবে সবাই স্বাভাবিকভাবেই মারা যায়। অর্থাৎ হায়াত শেষ হয়ে গেলে বৃদ্ধবয়সে মারা যাওয়া।

২. দৈব চক্রের মৃত্যু:
দৈব চক্রের মৃত্যু হল হায়াত থাকতেই মারা যাওয়া প্রকৃতির কোনো কারনে। প্রকৃত অর্থে মৃত্যু বলতে ত কিছুই নেই। হায়াত থাকতে মারা যাওয়া দ্বারা বুঝিয়েছি যে, যে নির্দিষ্ট কাল পর্যন্ত এই জনমে এই ধরাধামে থাকার কথা ছিল, কিন্তু প্রকৃতির কোনো নিয়মের আয়তায় পরে গিয়ে সেই নির্দিষ্ট কালের আগেই দেহ ত্যাগ করা।

যেমন ধরুন কেউ নৌকা ভ্রমনে গেল, এমতাবস্থায় নৌকা মাঝনদীতেই ডুবে গেল, এক্ষেত্রে মৃত্যুটা স্বাভাবিক। এটাও গতজন্মের কোনো না কোনো কুকর্মেরই ফল।

৩. আত্মহত্যা:
আত্মহত্যা হল নিজেই নিজেকে হত্যা করা।এমতাবস্থায় আত্মা কখনো মুক্তি লাভের সুযোগ পায় না। অরুজের নিয়মের বিঘ্ন ঘটার ফলে নজুল আর সম্ভব হয়ে উঠেনা। কারন সে নিজেই নিজেকে হত্যা করে।হিন্দু শাস্ত্র মতে এই আত্মা গুলোই প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায় মুক্তি না পেয়ে। তাই সকল ধর্মমতেই আত্মহত্যা মহাপাপ।

লেখাঃ DM Rahat