হোমপেজ আধ্যাত্মিক কবিতা খাজা এলো আলোর মশাল নিয়ে (আধ্যাত্মিক কবিতা)

খাজা এলো আলোর মশাল নিয়ে (আধ্যাত্মিক কবিতা)

134

খাজা এলো আলোর মশাল নিয়ে (আধ্যাত্মিক কবিতা)

খাজা এলো আলোর মশাল নিয়ে
ভারতবর্ষের বুকে
সকল আধার দূর করে দিল
ইসলামের আলো জ্বেলে
কালো যাদু আর মূতির খেলা
সব হয়ে গেল শেষ
দলে দলে লোকযোগ দিতে এলো
ইসলাম ই ছায়াতলে
নবীর (সা:) হুকুম পালন করে
খাজার চোখ ভাসে জলে
চিশতী তরিকার পতাকা আজও উড়ে
আজমীরের বুকে।

– কাজী আমীর হোসেন