হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) ইমাম হাসান (আঃ) এর সাথে তৎকালীন এক খলিফার অলৌকিক ঘটনা।

ইমাম হাসান (আঃ) এর সাথে তৎকালীন এক খলিফার অলৌকিক ঘটনা।

ইমাম হাসান (আঃ) এর সাথে তৎকালীন এক খলিফার অলৌকিক ঘটনা।

মওলা ইমাম হাসান একদিন তৎকালীন খলিফার দরবারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তৎকালীন খলিফা ডাকলো- “হাসান এই দিকে আসো। তুমি আমাকে আমিরুল মোমেনিন মানো তো?”
হাসান (আঃ) বললেন, “আমরা নবীর আহলে বায়াত আমরা দেখতে আলাদা কিন্তু আমাদের জবান এক। হজরত ইমাম আলী ইবনে আবু তালিব ছাড়া আর কোনো আমেরুল মোমেনিন নেই।”

অতঃপর ইমাম হাসান (আঃ) যখন চলে যাচ্ছিলেন তখন ঐ খলিফা আবার পেছনে ডাকলো। খলিফা বললেন, হাসান তোমাকে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবে? হাসান (আঃ)- বলল কি জানতে চাও। খলিফা- ভয়ে ভাবতে লাগলো যে একে কি প্রশ্ন করা যায়? এরা আহলে বায়াত আরশের খবরও জানে আবার দুনিয়ার খবরও জানে।

খলিফা বললেন, হাসান বলো এই খেজুর গাছটাতে কয়টা খেজুর আছে? (ভাবলো গাছে না উঠে উওর দিতে পারবেনা)। হাসান (আঃ) বললেন,- ৩৩১৩ টা খেজুর আছে। খলিফা সৈন্যদেরকে দিয়ে গুনতে বসালো। তারা গোনার পরে বলল যে ৩৩১৩ টাই আছে। খলিফা সৈন্যদেরকে বলল, একটা কমিয়ে দাও নইলে বাড়িয়ে দাও।
সৈন্যরা বলল না বাড়ানো যাচ্ছে না কমানো যাচ্ছে।

হাসান বললেন, উত্তর দাও তুমি হেরেছো আমি জিতেছি হ্যাঁ কি না? খলিফা বললেন, আসলে তোমার নানা, তোমার মা বাবা এবং ভাই তোমরা সবাই গায়েবী খবর পেয়ে যাও। হাসান বললেন,আমরা গায়েবী খবর পাই না বরং আমরা মুখে যেটা বলি সেটা হতে বাধ্য হয়।

সূত্র : কানজুল উম্মাল।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।