খাজা মইনুদ্দিন চিশতী (রহ:) ইশারায় আনা সাগরের পানি শুকিয়ে যাওয়ার ঘটনা

খাজাবাবা মইনুদ্দিন চিশতী (রহ:)’র কারামত

সুলতানুল হিন্দ, খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন হাসান চিশতী রহমুতুল্লাহি আলাইহি যখন ভারত বর্ষে আসেন তখন তিনি আনা সাগরে অবস্থান করেন। যার চতুর্পার্শে ছিল ১৬০০ শত মন্দির। সে সময় মহাযুলুমবাজ পৃথ্বিরাজের শাসনকাল। পৃথ্বিরাজ খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন হাসান চিশতী রহমুতুল্লাহি আলাইহি উনাকে নানাভাবে পেরেশানী করতে থাকে। একদিন খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন হাসান চিশতী রহমুতুল্লাহি আলাইহি উনার এক মুরিদ অজু করতে আনা সাগরে গেলে মন্দিরের লোকজন বাধা দেয়।

খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন হাসান চিশতী রহমুতুল্লাহি আলাইহি তিনি যখন ইহা জানতে পারেন তখন উনার এক মুরিদ সাদিক রহমতুল্লাহি আলাইহি উনাকে পাথরের একটি ঘটি নিয়ে আনা সাগরে যেতে বলেন এবং পানি নিয়ে আনতে বলেন। সাদিক রহমতুল্লাহি আলাইহি তিনি যখন আনা সাগরে উনার ঘটি দিয়ে পানি তুলেন তখন এক অপুর্ব কারামত প্রদর্শিত হল। আনা সাগরের সমস্থ পানি শুকিয়ে গেল, সাথে সাথে ভারতের সমস্থ জায়গায় পানি শুকিয়ে গেল। তখন হিন্দুরা বেদিশা হয়ে এক পর্যায়ে খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন হাসান চিশতী রহমুতুল্লাহি আলাইহি উনার কাছে এসে ক্ষমা চাইলে তিনি পানি ফেরত দেন।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel