হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) হযরত মা ফাতেমা (আঃ) এর একটি অলৌকিক ঘটনা

হযরত মা ফাতেমা (আঃ) এর একটি অলৌকিক ঘটনা

হযরত মা ফাতেমা (আঃ) এর একটি অলৌকিক ঘটনা

বিশ্ব জননী, জগত মাতা, হযরত মা ফাতেমা (আঃ) এর একটি অলৌকিক ঘটনা।

মদীনায় অনেক ইহুদী বসবাস করতো। তাদের মধ্যে অনেকেই হযরত রাসূল পাক সঃ কে সম্মান করতো। হযরত মা ফাতেমা (আঃ) কেও তারা খুবই সম্মান করতো। একদিনের ঘটনা – এক ইহুদী মেয়ের বিয়ে ঠিক হলো। বেশ ধুমধামে আয়োজন চলছে।

উক্ত অনুষ্ঠানে মেয়ের পিতা-মাতা হযরত মা ফাতেমা (আঃ) কে তাদের বাড়ীতে দাওয়াত করলেন। বিয়ের নির্ধারিত দিনে হযরত মা ফাতেমা (আঃ) উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলেন। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার! হযরত মা ফাতেমা (আঃ) কনের বাড়ীতে উপস্থিত হওয়া মাত্রই কান্নার আওয়াজ শুনতে পেলেন।

হযরত মা ফাতেমা (আঃ) কে জানানো হলো যে, আকস্মিকভাবে কনের মৃত্যু হয়েছে। হযরত মা ফাতেমা (আঃ) কনের বাড়ীতে এসেছেন শুনে কনের মাতা তার কদম মোবারক জড়িয়ে ধরে করুন সুরে কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো – হে নবীর প্রিয় নন্দিনী আপনি আমাদের কন্যাকে জীবিত করে দিন।

তাদের করুন কান্নায় হযরত মা ফাতেমা (আঃ) এর মনে দয়ার উদ্রেক হলো। হযরত মা ফাতেমা (আঃ) কনেকে নাম ধরে ডাক দিলেন। আল্লাহর অপার দয়ায় ঐ মৃত কনে জীবিত হয়ে মা ফাতেমা (আঃ) এর কদম মোবারকে জড়িয়ে ধরে সালাম করলো। হযরত মা ফাতেমা (আঃ) এর এই অলৌকিক ঘটনা দেখে সবাই আশ্চর্য হলো এবং ঐ বিয়ে বাড়ীতে পুনরায় আনন্দ ফিরে আসে। পরবর্তীতে তারা মা ফাতেমা (আঃ) এর কাছে ইসলাম গ্রহণ করে।

গ্রন্থসূত্র: রাহামাতাল্লিল আলামিনের গৌরবময় জীবনগাথা

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।