হোমপেজ ওলীদের কারামত হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) ও তার মুরিদের ঘটনা

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) ও তার মুরিদের ঘটনা

1075

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) ও তার মুরিদের ঘটনা

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ)-এর
খেদমতে এক ব্যক্তি এসে দশ বছর
অবস্থান করলো। দশ বছর পর সে
বললো, “হুজুর! এতকাল থেকে
আপনার খেদমতে আছি কিন্তু
আপনার কোন কেরামত দেখলাম না।”

লোকটি ছিল নির্বোধ। তা না হলে
এতকাল পর্যন্ত তার খেদমতে
থাকা স্বত্ত্বেও তার কামাআলাত
কিছু চোখে পড়লো না কেন?
তার কামালাতের সামনে
কেরামতের কী-ই বা মূল্য
যে কেরামত দেখতে হবে?

হযরত জুনায়েদ (রহঃ) আবেগে ভরে
উঠলেন। তিনি বললেন, “হে বৎস! এ
দশ বছরে তুমি কি সুন্নতের বিরুদ্ধে
আমার কোন কাজ করতে দেখেছো?”

লোকটি বললো, “হুজুর! সুন্নতের
খেলাফকন কাজ তো আজ পর্যন্ত
আমি আপনাকে করতে দেখেনি!”
জুনায়েদ বাগদাদী (রহঃ) বললেন,
“তবে এর চেয়ে বড় কেরামত আর কী
দেখতে চাও? দশ বছর সুন্নত
বিরোধী কোন কাজ না হওয়াতেই
তো বড় কেরামত।

একথা শুনে লোকটির চোখ খুলে
গেল। সে আর কখনও জুনায়েদ
বাগদাদীর কেরামত দেখতে
চায়নি।

(ইলম ও অমর, পৃষ্ঠা-২৫০)