মনসুর হাল্লাজ সম্পর্কে হযরত শিবলী রহঃ এর দৃষ্টিভঙ্গি

মনসুর হাল্লাজ সম্পর্কে হযরত শিবলী রহঃ এর দৃষ্টিভঙ্গি

হযরত শিবলী (রঃ) বলেন, হযরত মনছুর হাল্লাজ (রঃ) কে যখন শূলে তোলা হয়, তখন ইবলিশ তার সামনে এসে বলে, আপনি যা বলেছেন আমিও তাই বলেছিলাম। আপনি আনাল হক বলেছেন, আমি বলেছিলাম আনা খাইরুন (আমি সর্বোত্তম)।

তবে কেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ আর আমার প্রতি অভিশাপ অবতীর্ন হল? হযরত হাল্লাজ (রঃ) জবাব দিলেন, তুমি তো বলেছিলে অহমিকা প্রসূত হয়ে স্বেচ্ছায়। আর আমি আনাল হক বলেছিলাম আমার আমিত্ব সম্পূর্ন বিসর্জন দিয়ে আল্লাহর ইচছায়।

এই হল অনুগ্রহ ও অভিশাপের কারণ। জেনে রেখো, অহংকার আল্লাহর দরবারে অত‍্যন্ত ঘৃনীত, নিকৃষ্ট। পক্ষান্তরে আমিত্বকে বিসর্জন দেওয়া হল আল্লাহর কাছে অত‍্যন্ত প্রিয় ও পছন্দনীয় কাজ।

সূএঃ আত্মশুদ্ধিতে মারেফত

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel