ইব্রাহিম আদহামের স্বাপ্নিক ঘটনা।
হযরত ইব্রাহিম আদহাম (রহ:) বলিয়াছেন:– একরাত্রি আমি স্বপ্নে দেখিলাম যে একজন ফেরেশতা একখানা লিপি হস্তে ধারণ করিয়াছেন এবং তাহাতে লিখিতেছেন। আমি জিঞ্জাসা করিলাম, হে ফেরেশতা! আপনি কি লিখিতেছেন? উত্তরে বলিলেন আল্লাহর বন্ধুগণের নাম। বলিলাম আমার নাম লিখিয়াছেন কি? বলিলেন না। তখন আমি বলিতেছিলাম যদি আল্লাহর বন্ধুগণের মধ্যে গন্য না হই, তবে যেন তাহাদের বন্ধুদের বন্ধু হই এবং তাহাদিগকে ভালবাসি এমতবস্থায় দৈব বাণী আসিল। বলিলেন, লিপিকা প্রথম হইতে আরম্ভ কর এবং ইব্রাহিম আদহামের নাম সর্বাগ্রে লিখ, সে আমার বন্ধুদের বন্ধু।
তথ্য সুত্র: তোহফাতুল আখইয়ার।