মনসুর আল-হাল্লাজের কবিতা (দিওয়ান আল-হাল্লাজ)

দিওয়ান আল-হাল্লাজ

১.
আমার হৃদয়ে তোমার স্থান হৃদয়ের পুরোটা জুড়ে,
কেননা আর কেউই নিতে পারে না তোমার স্থান।
আমার আত্মা তোমাকে স্থাপন করেছে
আমার ত্বক আর হাড়ের মাঝখানে,
সুতরাং কী করব আমি কখনও
যদি হারাতে হয় তোমাকে?

২.
অনেক বেদনার ব্যাপার যে আমি
নিরন্তর ডাকছি তোমাকে,
যেন আমি অনেক দূরে তোমার থেকে
কিংবা তুমি অনুপস্থিত আমার কাছে,
আর আমি অবিরাম চেয়ে যাচ্ছি তোমার করুণা,
যদিও জানি না কী প্রয়োজন,
কখনওই আগে এমন বাসনাপূর্ণ
তপস্বী দেখি নাই আমি।

৩.
তোমার আর আমার মাঝখানে, আছি কেবল আমি।
আমাকে সরিয়ে নাও, তুমি রবে শুধু।

৪.
তুমি বয়ে চলো হৃদয় আর তার
আবরণের মাঝে যেমন অশ্রু গড়িয়ে পড়ে
চোখের পাতা থেকে।
তুমি থাকো আমার অন্তর্মুখীনতায়,
আমার হৃদয়ের গহীনে,
যেমন আত্মা বাস করে শরীরে।
বিরাম থেকে গতি পায় না কিছুই
যদি না তুমি তাকে নাড়া দাও গোপন উপায়ে,
হে নতুন চাঁদ।

৫.
ভালোবাসার সমুদ্রে আমি ভাসতে শুরু করি,
একটি উত্তাল তরঙ্গ আমাকে উপরে তোলে
অপরটি নিচে নামিয়ে দেয়;
আর এভাবেই আমি এগিয়ে যাই,
এই উঠছি, এই নামছি.
যতক্ষণ পর্যন্ত না দেখতে পাই
গভীর সমুদ্রের একেবারে মাঝখানে,
ভালোবাসা আমাকে নিয়ে গেল এমন এক স্থানে
যেখানে কোনো বেলাভূমি নাই
ভয় পেয়ে আমি সাহায্যের জন্য
ডাকলাম তাকে (পরম)
যার নাম আমি খোলাসা করব না,
এমন একজন যার ভালোবাসার কাছে
কখনও মিথ্যা ছিলাম না আমি:
‘প্রকৃতই ন্যায়ানুগ তোমার নিয়ম’
আমি বললাম, ‘আমি আমার এই জীবন দিয়ে
তোমার সুষমাচারের সাক্ষ্য দিতে প্রস্তুত।’
আমাদের ভেতরের চু্ক্তিনামার
কোনো বিষয় এটি নয়।

৬.
আমাকে খুন করো, বিশ্বস্ত বন্ধুরা আমার,
কারণ আমার নিহত হওয়াতেই আমার জীবন।

৭.
ভালোবাসা হলো, তুমি দাঁড়িয়ে আছো
তোমার ভালোবাসার সামনে
যখন খুলে ফেলছো তোমার সমস্ত বিশেষণ;
তখন তার বিশেষণ হয়ে ওঠে তোমার গুণাবলি।

৮.
তোমার আত্মা মিশে আছে আমার আত্মায়
মদ যেমন মিশে থাকে জলে;
যা-কিছুই তুমি স্পর্শ করো
আসলে স্পর্শ করো আমাকে
আত্মার প্রতিটি স্টেশনে তুমিই আমি।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel