প্রেম ও অনুপ্রেরণা নিয়ে জালালউদ্দিন রুমীর বাণী সমাহার!

প্রেম ও অনুপ্রেরণা নিয়ে জালালউদ্দিন রুমীর বাণী সমাহার!

“ভালোবাসা হচ্ছে সংযোগ রেখা তোমার আর সকলের মাঝে।”

“প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।”

“প্রেম হলো খোদার অনন্ত মহাসাগর।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 1

“ভালবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয়।”

“স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।”

“প্রত্যেক ধর্মেই মোহাব্বত তথা ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কোন নিদিষ্ট ধর্ম নাই।”73375506 1452559114896716 6428819666990268416 o

“তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না।”

“আমি কোন নির্দিষ্ট ধর্মের অনুসারী নই। প্রেমই আমার ধর্ম! প্রত্যেক হৃদয়ই আমার উপাসনালয়!”

“যে মুহূর্তে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে , তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উম্মুক্ত হয়ে যাবে!”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 10

“একাকী বোধ করো না , কারণ সমগ্র ব্রহ্মান্ড তোমার ভিতরেই বিদ্যমান।”

“সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।”

“ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মত, যাকে কোন খাঁচায়ই বন্দি করা সম্ভব নয়।”

70745629 1420563234762971 5421437776362995712 o

 

“বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।”

“কোনরূপ না ভেবেই প্রেমে নিজেকে সঁপে দাও।”

“কোনটা ভালো আর কোনটা মন্দ? এই দুইটি ধারনার মাঝে আরেকটি ধারনা আছে, আছে আরেকটি জগৎ। আমি তোমার সাথে সেখানেই দেখা করবো প্রিয়।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 12

“তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।”

“প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।”

“সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 13

“ভালোবাসা হল একটা প্রবহমান নদী , তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও।”

“প্রেম মোহাব্বতে তিক্ত বস্তু মধু হয়ে যায়, আর ইহার স্পর্শে পিতলও সোনা হয়ে যায়।”

“যদি তুমি কখনও আধ্যাত্মিক জগতের কোন জ্ঞানীর সাক্ষাৎ পাও , তাহলে তার সাথে নম্র ও বিনয়ীভাবে কথা বল এবং তার কাছ থেকে কিছু শেখার জন্য আগ্রহী হও।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 15

“তুমি কি তোমার আত্মার খোঁজ করছো? তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও।”

“প্রেম কোন জ্ঞান বা বিজ্ঞান নয়, বই বা কাগজও নয়। অন্যরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না।”

“কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়াই স্বর্গীয় ভালবাসায় নিজেকে সমর্পিত করে দাও।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 16

“শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।”

“যে তোমাকে সত্যিই মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে।”

“প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ!”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 17

“শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।”

“তুমি সাগরে একবিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।”

“সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না ; বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত। “

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 18

“কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।”

“আমি পূর্বে হয়ত প্রেমের বর্ণনা দিয়েছি, কিন্তু সত্যিকারে যখন প্রেমকে অনুভব করেছি তখন বাকরুদ্ধ হয়েছিলাম।”

“যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে।”জালালউদ্দিন রুমীর বাণী সমাহার

“প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের বার্তা বহন করে। চেয়ে দেখো, প্রতিটি ঝরা পাতায় কল্যাণ রয়েছে।”

“প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরুপ! ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে ! প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতই অনুসরন করে!”

“তুমি তোমার হৃদয়ের কোমলতাকে খুঁজে বের করো, এরপর তুমি সব হৃদয়ের কোমলতাকেই খুঁজে পাবে!”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার14

“অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও।”

“বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো তোমার হৃদয়ের গভীরতম স্থান, যেথা হতে জীবনের সূত্রপাত হয়।”

“প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই, তুমি আমার মাঝে আছো আর আমি আছি তোমার মাঝে , আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি!”

70745629 1420563234762971 5421437776362995712 o

“যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না। কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে থামিয়ে দেবার জন্য।”

“মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।”

“প্রত্যেকে অদেখাকে তার হৃদয়ের স্বচ্ছতার অনুপাতে দেখতে পায়।”

73375506 1452559114896716 6428819666990268416 o

“প্রেম কোন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না, প্রেম অসীম সাগরের মত, যার কোন প্রারম্ভ বা সমাপ্তি নেই।”

“আমি জেনেছি যে প্রত্যেক নশ্বরঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ কর। শপথ করে বলছি তা ব্যতীত অন্য কোন পথ নেই। সৃষ্টিই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ; তবে এও জেনেছি যে কেবল গুটিকয়েকই জীবনের আস্বাদ গ্রহণ করবে।”

“সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 1

“যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে ,ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না।”

“স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।”

“সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করবো , কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে , যেন কোন মানুষের হৃদয়ে আঘাত না করো।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 2

“গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই ,নিজেকে বদলে ফেলতে চাই।”

“আমি আমার জন্য মরে গেছি এবং বেঁচে আছি তোমার কারণে।”

“মনের যত গভীরে বাস করবে ততই হৃদয়ের দর্পন পরিষ্কার হতে থাকবে।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 3

“যদি তুমি কারো হৃদয়কে জয় করতে চাও,তাহলে প্রথমে অন্তরে ভালবাসার বীজ রোপণ করো।আর যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে অন্যের পথে কাঁটা বিছানো ছেড়ে দাও।”

“প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।”

“আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।”

 

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 5

“নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করোনা , যে কোনদিন ঘরের বাইরে পদার্পণ করেনি।”

“তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!”

“তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।”

জালালউদ্দিন রুমীর বাণী সমাহার 4

“তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো।”

“ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ। কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও। মনে রেখ তুমি হলে একটি আত্মা আর তোমার কর্ম হল শুধুই ভালবেসে যাওয়া।”

“যদি থাকে অতুল, তবে দান কর তোমার সম্পদ। যদি থাকে সামান্য, তবে দান কর তোমার হৃদয়।”

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel