হযরত বাবা শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর উনার দিওয়ানে উল্লেখ্য করেন:
“নূরে মান দার তাংগে নামি তান্মজো
আফতামাব জ্বাররা এ রওশন না আম।”
অর্থঃ আমার দেহটি দেখে আমার
ভেতরের নূর খুঁজে কোন লাভ নেই।
কারণ, রহস্য লোকের যে সূর্যটি
আমার ভেতরে আছে, তা মস্তিষ্ক প্রসূত
জ্ঞান দ্বারা কিছুই বুঝতে পারবে না।
বাবা ফরিদের ভাষায়, কালবের জ্ঞানটি মাথার বুদ্ধি ও জ্ঞান দিয়ে বুঝাটা মোটেও সম্ভব নয়। কারণ, মাথার বুদ্ধি ও জ্ঞান দুনিয়া প্রতিষ্ঠা করিতে চায়। মাথার বুদ্ধি এই রকম চাওয়াটাই তার ধর্ম। শক্তির পূজারককে প্রেম ভালবাসার মোকামে ঢোকানোই যায় না। জোর করে ঢোকাতে গেলেই প্রেমের পুজারিরা বুঝতে পারে যে, এরা প্রেমের অভিনয় করতে এসেছে।