ধর্ম নিজে নিজে চলতে পারে না।
ধর্ম নিজে নিজে চলতে পারে না, সে চোখেও দেখে না তার হাত-পা কিছু-ই নেই কারো না কারোর কাঁধে ভর দিয়ে বা হাত ধরে চলতে হয়। আর এই হাত ধরা বা ভর করা ব্যাক্তি যদি পরিপূর্ণ না হয়, ধর্ম তখন কাঁনার হাত ধরে খাঁদে পড়ে সরল ধর্ম হয়ে যায় গরল। তখন সে “ধর্ম” আর ধর্ম আর থাকে না অধর্মতে রুপান্তর হয়। ধর্ম দেখা যায়না ধার্মিককে দেখা যায়
ধার্মিক দেখেই ধর্মকে মাপা হয় তাই ধর্মের বাহককে পরিপূর্ণ হওয়াটা খুব জরুরী। একটি ময়লা পাত্রে যদি হাজার দামী খাবার রাখা হয় সেটা খাওয়ার অযোগ্য হয়ে যায়, পাত্রের রং-ই পানির রং।
যেমন আমরা বলি আইনের চোখ বাঁধা, বিচারক যে পথে আইনকে নিয়ে যায় সে পথেই আইন যায়,
কারণ আইনের চোখ অন্ধ, চোখ শুধু তাই নয় আইনের পা-ও খোঁড়া বিচারকের চোখ দিয়ে দেখে বিচারকের পা দিয়েই চলে।
— মেহেদী হাসান।