মাওলা আলী মহান আল্লাহ্র এক রহস্যময় সৃষ্টি।
হযরত মাওলা আলী (আঃ) মহান আল্লাহ্র এক রহস্যময় সৃষ্টি। কারণ কোন এক ঘটনার ফলে রাসূলে পাক (সাঃ) হযরত সালমান ফারসি (রাঃ) কে বললেন:
“হে সালমান! আলীর ব্যাপারে তুমি আশ্চর্য হয়ো না। কারন আল্লাহ্ পাক নিজের সমস্ত গুন দ্বারা তাঁকে সৃষ্টি করেছেন। এবং আলীই সেই ব্যক্তি, যিনি খোদার আদেশে নূরনবী ও তাঁর ওয়ালীদের (বন্ধুদের) বিপদের সময় সাহায্য করেছেন। তুমি আলীকে বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবে না। এর কারণ হল আলীর মধ্যে আমার নূরের অর্ধেক নূর আছে। আল্লাহ্ তাঁকে নিজের নিয়ামত (অনুগ্রহ) দ্বারা সৃষ্টি করেছেন এবং তাঁকে নিজের স্বর্গীয় শক্তিতে পরিণত করেছেন। অতএব হে সালমান! আলীর ব্যাপারে তুমি আশ্চর্য হয়ো না। কারণ, আলী আল্লাহ্র সৃষ্টির এমন এক রহস্য যাকে তুমি সহজে আনুধাবন করতে পারবে না।”
সূত্র:
হুদাল্লিল আলামিন, পৃষ্ঠা: ৯৪০-৯৪৪; গ্রন্থস্বত্ত: সঠিক পথের সন্ধানে, পৃষ্ঠা: ৮৪, জনাব ইনাম মহম্মদ, কোলকাতা-৭, ভারত।