আমিন শব্দের অর্থ কি?
আমিন আরবী শব্দ। আরবী ব্যাকরণ অনুযায়ী ‘আমিন’ শব্দের পূর্বে ‘আল্লাহুম্মা’ শব্দ উহ্য আছে। যার অর্থ দাড়ায়- ‘হে আল্লাহ! আমার প্রার্থনা কবুল করুন!’ আর “আমিন” এর বাংলা অর্থ- ‘আল্লাহর কাছে প্রর্থনা করা’। সাধারণত দোয়ার শেষে ‘আমিন’ বলা হয়, অর্থাৎ হে আল্লাহ্ কবুল করে নাও বা গ্রহন করে না।