হোমপেজ জিকির ও গজল (লিরিক্স) ১১নং গজল : রাছুলুল্লা আমার দ্বীনের নবী

১১নং গজল : রাছুলুল্লা আমার দ্বীনের নবী

১১নং গজল : রাছুলুল্লা আমার দ্বীনের নবী

মুর্শিদী গজল

গজল নং-১১

রাছুলুল্লা আমার দ্বীনের নবী (২)
দীনােমণি সাহারাতে ফুল ফুটিল
আবদুল্লাহ তার পিতা আমিনা হইল জননী দীনোমণি।
ঐ অনাহারে থাকতেন তিনি পেটে পাথর বাধল যিনি
সদা কাদলেন বলিয়া উম্মতি
ওহে নবীর উম্মত সকল উম্মতের জন্যেতে পাগল
সবাই কাদেন তিনি কাদেন দিন রজনী
দীনােমণি কুলােক তাকে দয়ে তাড়াইয়ে,
যিনি গুহায় রয় লুকায়ে এত দুঃখ করলেন যিনি।

বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল