দমের খবর (পর্ব-০৩)
আপন দেহের মাঝেই পঞ্চতত্ত্বের উদয় হইতেছে প্রতি ঘন্টায় ক্রমান্বয়ে এক তত্ত্বের পর অন্য তত্ত্ব। তত্ত্ব গুলো হল নূর, বাদ, আতস, আব ও খাক তথা আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী তত্ত্ব। অনেকেই শুধু জানেন যে এই পঞ্চ তত্ত্ব দিয়ে দেহ গঠন করা হইয়াছে। কিন্তু ইহা অধিকাংশ মানুষই জানে না যে, এই দেহের মাঝেই প্রতি ঘন্টায় এই পঞ্চ তত্ত্বের উদয় হইতেছে। দম সাধনা করিতে হইলে আপনাকে অবশ্যই আগে তত্ত্ব উদয় সম্পর্কে জানিতে হইবে। জানিতে হইবে কোন তত্ত্ব কতক্ষন উদিত থাকে, কোন তত্ত্বের পর কোন তত্ত্বের উদয় হয় ইত্যাদি। ইহা না জানিলে দম সাধনা করা সম্ভব নয়।
কুম্ভুক রেচক পেরক যোগ সাধনা করিয়া আপনি হয়তো দেহের অনেক উন্নতি করিতে পারিবেন, কিন্তু ভূত ভবিষ্যৎ তথা আগুম নিগুন নির্নয়, ইচ্ছানুযায়ী পুত্র বা কন্যা সন্তান লাভ, মরার আগে মরার খবর জানিতে পারিবেন না। সাধককে আগে নির্নয় করিতে হইবে যে তাহার দেহে এই মূহুর্তে কোন তত্ত্বের উদয় হইয়াছে। তত্ত্ব নির্নয় না করিতে পারিলে সে কখনো দমের সাধক হইতে পারিবে না। হয়তো বড় জোর একজন যোগ সাধক হইতে পারিবে।
তত্ত্ব নির্নয়ের অনেক সহজ সহজ পদ্ধতি রইয়াছে। সাধক গন এমনিতেই তত্ত্ব নির্নয় করিতে পারেন। তবে আপনারা যারা দম সাধনা সম্পর্কে অজ্ঞ তাহারাই যাতে তত্ত্ব নির্নয় করিতে পারেন, তাই সাধক গন তত্ত্ব নির্নয়ের বিভিন্ন পদ্ধতি জানিয়ে গেছেন জগতের কল্যানের জন্য। যে পদ্ধতি অবলম্বন করিয়া যে কোনো ব্যক্তিই নিজের দেহের তত্ত্ব নির্নয় করিতে পারিবে দম সাধনা না করিয়াই।
চলবে……….
আগামী পর্বে তত্ত্বের সময়সীমা ও কোন তত্ত্বের পর কোন তত্ত্বের উদয় হয়, তাহা জানাইবো যদি আপনারা আগ্রহ করেন ও দয়াল চায়।
লেখাঃ DM Rahat