দমের খবর (পর্ব-০২)
পূর্বে দম সাধনার সামান্য ধারনা ও দম সাধনার মাধ্যমে সাধক কি কি মহাশক্তি অর্জন করতে পারে সেব্যাপারে ধারনে দিয়েছি। এবার বলতে চাই কিভাবে দমের ঘরে সাধক তালা মারে ও শত নারী ভোগ করার ক্ষমতা অর্জন করে।
আমাদের দৈনিক ২১ হাজার ৬ শত বার দম তথা শ্বাস-প্রশ্বাস যাওয়া আসা করে। এক্ষেত্রে যারা পরিশ্রম অনেক বেশি করে তাদের আরো বেশিবার যাওয়া আসা করে। সাধকগন দম সাধনার মাধ্যমে এই শ্বাস-প্রশ্বাসের মাত্রা কমিয়ে আনে। তারা চেষ্টা কর যত কম দম বের করা নেওয়া যায়। ২১৬০০ বার এর থেকে কমিয়ে এনে তারা ১০ হাজার বার করার চেষ্টা করে। আর যখন এই দম এর ব্যবহার কমিয়ে আনা হয়, তখন সাধকের বীর্য গাঢ় থেকে আরো গাঢ় বা ঘন হতে থাকে। যখন এই বীর্য গাঢ় হয় এবং শ্বাস-প্রশ্বাস কম গতিতে চলতে থাকে, অর্থা দম নেওয়া ও আসার মধ্যকার সময়সীমা সাধারন ভাবে সাধারন মানুষের সর্বোচ্চ সেকেন্ড এর মত হবে (আমার হিসেবে, আপনিও চেক করে দেখতে পারেন)।
কিন্তু সাধক গন চেষ্টা করেন এটাকে ১০ সেকেন্ড এরমত করার জন্য, আর সাধনার সময় ত প্রায় ৩০ সেকেন্ড প্রথম পর্যায়ে, এবং আস্তে আস্তে ১ মিনিটের চেয়ে বেশি সময় নেয়। যখন দম এরকম কন্ট্রোল এ আসে দম সাধনার মাধ্যমে তখন সাধকের যৌন মিলন ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। এভাবে অনেক দীর্ঘ সময় মিলনের পরেও তার বীর্য নির্গত হয় না। কিন্তু এক সময় সাধকের বীর্য নির্গত হয়ে যায়। কিন্তু দমের সাধনা ভাল মত জানতে পারলে ও করতে পারলে সাধক মিলনের ভাটার চন্দ্রকে (নিন্মমুখী বীর্য) উজান করে নিতে পারেন (উপরের দিকে তুলে নিতে পারেন)।
তখন সাধক দমকে ব্রহ্মদ্বারে রুদ্ধ করে রাখার ফলে বীর্য তার ইচ্ছার বাইরে নির্গত হতে পারে না তার দেহ থেকে। আর এভাবেই সাধক শত শত এমনকি সহস্র নারী ভোগ করার পরেও অটল ও অক্ষয় থাকে (এটা ক্ষমতা, মূলত সাধকরা নারী ভোগই করে না, কারন তারা জাগতিক কামনা বাসনার উর্ধ্বে থাকেন)। তার রতি কখনো টলে না তার ইচ্ছার বাইরে। তখন সাধক পুত্র কন্যা চাইলে পুত্র সন্তান ও কন্যা সন্তান চাইলে কন্যা সন্তান অর্থাৎ আশানুরূপ সন্তান লাভ করতে সক্ষম হয়।
ভাটার সময় চন্দ্রকে উজানে টানা তেমন কোনো কষ্টের সাধনা নয়, যদি গুরু কৃপা করে আপনাকে সে ভেব জানায়। তবে সামান্য কিছুদিন সাধনা করলেই আপনি নিন্মমুখী বীর্যকে বাইরে পরার আগেই উর্দ্ধ মুখী করতে পারবেন। তবে দেহ অটল রাখার সাধনা অনেকটা কষ্টের, তবে গুরু কৃপা করলে তিনি সহজ পন্থা বাতিয়ে দিতে পারেন তার ভক্তকে।
আর আশানুরূপ সন্তান অর্থাৎ পুত্র চাইলে পুত্র ও কন্যা চাইলে কন্যা সন্তান লাভ করার বিষয় টা অনেক সহজ। এর জন্য আপনাকে আলাদা ভাবে সাধনা করতে হবে না। গুরু কৃপা করে দমের এই মহাভেব টা জানিয়ে দিলেই আপনি মিলনের সময় বিষয় টা একটু খেয়লা রাখলেই আশানুরূপ সন্তান লাভ করতে সক্ষম হবেন। কারন XX, XY, YY ক্রোমোজোম কখন নির্গত হবে সেটা আপনার শ্বাস-প্রশ্বাসের উপর নির্ভর করে।
চলবে…….
লেখাঃ DM Rahat