নববর্ষ: মানবতার কবিতা
নববর্ষ:
হাজার টাকার ইলিশ খাচ্ছো
ঘুরছো নতুন জামা গায়ে,
খোঁজ নাওনি পাশের বাড়ি
কেউ মরছে না খেয়ে।
কেউ সেজেছো রংবেরঙে
পরেছো লাল-সাদা শাড়ী,
শত রকম অলংকারে
নিজেকে করেছো সুন্দরী।
দামি দামি পাঞ্জাবী পরে
হাতে লাগিয়ে দামী ঘড়ি,
সাথে আবার নিয়েছো
মস্ত বড় একটা গাড়ি।
কত পথশিশু অভাবের তারনায়
পায় না পরনের কাপড়,
তুমি রাখলে না মানুষ হয়েও
তাদের কোনো খবর।
তারা পাচ্ছে না পান্তা-মরিচ
করতে পেটের জ্বালা নিবারণ,
আর তুমি খাচ্ছো আজ পান্তা-ইলিশ
করতে বাংলা নববর্ষ বরণ।
সার্থক হতো উৎসব তোমার
তুমি হতে ধার্মিক ও বাঙালী,
যদি অন্নবস্ত্রহীন মানুষের মুখে
দিতে নিজের খাবার তুলি।
লেখাঃ DM Rahat