ধ্যানের গভীরতা আপনাকে যেখানে নিয়ে যেতে পারে।
১। ধ্যানে প্রবেশের পর আপনার শরীরের ওজন ধীরে ধীরে কমে যাবে, এমন অনুভূতি হবে যে আপনি একটি তুলা বা পালকের মতো হালকা হয়ে গেছেন। মনে হবে শরীর আর নেই।
২। এরপর সময়ের জ্ঞান আপনার থেকে বিদায় নেবে।
৩। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছেন এমন অনুভূতি হবে।
৪। এখনো যদি ধ্যান চলমান থাকে তাহলে আরও উঁচুতে আপনি উঠবেন মেঘের মতো। এ পর্যায়ে শূন্যে আপনি মেঘ হয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি পাবেন।
৫। এরপর আস্তে আস্তে শরীরের অনুভূতি আসবে।
৬। এখন নিজেকে পৃথিবীর সঙ্গে জড়িয়ে আছে এমন একটি বৃহৎ বৃক্ষ মনে হবে। যা আগা আকাশে আর শেকড় জমিনে। দূর থেকে দূরে আপনার ডাল পালা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
৭। এ এক অনন্ত মহাশূন্যের পরম শান্তির অনুভূতি, যা আপনার সাথে হবেই।