সেহরি ও ইফতারের নিয়ত এবং দোয়া।
সেহরির দোয়া
রোজা রাখার নিয়ত (আরবি উচ্চারণ)
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজা রাখার নিয়ত (বাংলা উচ্চারণ):
“নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।”
রোজা রাখার নিয়ত (বাংলা অর্থ):
অর্থঃ “হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্যত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোযা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।”
ইফতারের দোয়া
ইফতারের দোয়া (আরবি উচ্চারণ):
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
ইফতারের দোয়া (বাংলা উচ্চারণ):
উচ্চারণঃ “জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।”
ইফতারের দোয়া (বাংলা অর্থ):
অর্থঃ “ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।”
ইস্তেগফার দোয়া
ইস্তেগফার অর্থ হল আল্লাহর নিকট ‘ক্ষমা প্রার্থনা করা’। রমজান মাসে প্রতিদিন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ইস্তেগফার পড়া অনেক সওয়াবের কাজ।
ইস্তেগফার দোয়া (আরবি উচ্চারণ):
أَسْتَغْفِرُ اللهَ العَظِيْمَ الَّذِىْ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوبُ إِلَيْهِ
ইস্তেগফার দোয়া (বাংলা উচ্চারণ): আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা-ইলা-হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।
ইস্তেগফার দোয়া (বাংলা অর্থ): “আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি ছাড়া ইবাদতের আর কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁহার নিকট তওবা করছি।”