খাজা গারীবে নেওয়াজের উরস কবে?
প্রতিবছর ১লা রজব হতে ৬ই রজব পর্যন্ত সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ (মঈনুদ্দিন চিশতি রহঃ) এর ওফাত দিবস স্বরনে ভারতের আজমির শরীফ অর্থাৎ তার সমাধিস্থলে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এছাড়াও খাজা বাবা গারীবে নেওয়াজ এর ওফাত দিবস স্বরনো সমগ্র বিশ্বে চিশতিয়া সিলসিলার অনুসারী দরবার গুলোতে হযরত খাজা গরীবে নেওয়াজের উরস শরীফ পালিত হয়।