হোমপেজ আমল ও ওজিফা লায়লাতুল ক্বদরের নামায

লায়লাতুল ক্বদরের নামায

180

লায়লাতুল ক্বদরের নামায

*নিয়াত*:-
نَوَیْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَاتَيْ صَلَاةِ لَيْلَةِ الْقَدْرِ مُتَوَجِّهاً اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ

এই নামায ১২ রাকআত ছয় সালামে।
প্রত্যেক রাকআতে সুরা ফাতিহার পর –

সুরা ক্বদর – ৩ বার
সুরা এখলাস – ১২ বার

সালাম ফেরানোর পর সাজদার অবস্থায় পড়তে হবে –
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى – ৭১ বার

সাজদা থেকে মাথা তুলে বসে পড়তে হবে –
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ – ১০০ বার

حَسْبِىَ اللهُ وَنِعْمَ الْوَكِيْل وَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْر – ১২ বার

اَللّٰهُمَّ إِنِّيْ اَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَالْمُعَافَاتِ الدَّائِمَةَ فِى الدُّنْيَا وَالْآخِرَةِ اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى -৭ বার

সব শেষে মোনাজাত ।

*আলহাজ্জ্ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*