প্রতিনিয়তই দৈহিক মৃত্যুর মধ্যে দিয়েই কিয়ামত
কিয়ামতের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে— “প্রতিনিয়তই দৈহিক মৃত্যুর মধ্যে দিয়েই কিয়ামত সংঘটিত হচ্ছে।”
তবে, “কিয়ামত বলতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটাতে আমি বিশ্বাসী নই।” নিশ্চয়ই আল্লাহ অপচয় পছন্দ করেন না। এতো সুন্দর সাঁজানো বাগান তিনি ভেঙ্গে দিবেন এমন অমানবিক বা নিষ্ঠুরও তিনি নন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
প্রকৃতির নিয়মে সব কিছুরই মেয়াদ ও আয়ু রয়েছে। হয়তো পৃথিবীতে কোনো একদিন মহা প্রলয় ঘটবে, তবে কত মিলিয়ন/ট্রিলিয়ন বছর পরে তা অনুমান করা সম্ভব না।
মনিষীরা বলে থাকেন মুমিন তথা আদম সূরত ও দেহ কখনওই ধ্বংস হবেনা। এই ধরাধামে কতো আউলিয়া, নবীগন ও তাহাদের আহলে বায়েতগনের সমাধী ও মাজার এখনও দৃশ্যমান, আল্লাহ তিনাদের সম্মানার্থেও পৃথিবীকে ধ্বংস হতে রক্ষা করবেন।
নূহ নবীর যুগেও মহা প্রলয় হয়েছিলো, কেবল তারাই বেঁচে ছিলেন- যারা বিশ্বাসী, (অর্থ্যাৎ; নূহের তরীতে) আরহণ করেছিলেন। তেমনি মহাপ্রলয় আসবে হয়তো তখন অবশিষ্ট মুমিন লোকেরাই কেবল বেঁচে থাকবে। অতঃপর মুমিনরাই নতুন করে আবার বাগানে ফুল ফোটাবে, নতুন রুপে পৃথিবী ভরে উঠবে। ধারানুসারে প্রজন্ম আসবে, ইবলিশও তার কর্মধারা অব্যাহত রেখে চলবে।
এভাবেই পৃথিবীর ধারাবাহিকতা বজায় থাকবে।
[ অনুধাবন থেকে সংক্ষিপ্ত লেখা। কথাগুলো আপনার মানতেই হবে বলে জোড় করা হয়নি ]
Author: Nishat Wahid