হোমপেজ মাজার দর্শন নিজাম উদ্দিন আউলিয়ার মাজার।

নিজাম উদ্দিন আউলিয়ার মাজার।

498
আমির খসরুর এর মাজার (বামে), নিজামউদ্দিন দরগাহ(ডানে) এবং জামায়াত খানা মসজিদ (ছবিঃ উইকিপিডিয়া)।

নিজাম উদ্দিন আউলিয়ার মাজার।

বিখ্যাত সুফি সাধক মাহবুবে ইলাহী হযরত নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ ভারতের দিল্লিতে অবস্থিত। এবং বর্তমানে স্থাপনাটি ১৫৬২ সালে নির্মিত হয়। তিনি চিশতিয়া তরিকার অন্যতম মহান সূফি সাধকদের মধ্যে তিনি একজন। প্রতি সপ্তাহে তিনার দরগাহে হাজার হাজার মুসলিমসহ হিন্দু, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা পরিদর্শনে আসেন।