হযরতে কায়েস (রহঃ) যে কারণে মজনু হলেন
মজনুর আসল নাম ছিল কায়েস, ঘটনাক্রমে তার নাম মজনুতে প্রসিদ্ধ হয়।
একদিন মজনু পথ দিয়ে হেটে চলছিল, সে সময়ে হযরত হাসান বসরী (রহঃ) মুয়াবিয়ার পক্ষ ত্যাগ করেছিলেন এবং তার সরকারের পক্ষ হতে দেয়া পদ তাকে ফিরিয়ে দিলেন। হযরত হাসান বসরী (রহঃ) এর সঙ্গে মজনুর দেখা হলে তাদের মাঝে সালামের আদান-প্রদান হলো। হযরত হাসান বসরী (রহঃ) তাকে জানালেন আমি সরকারী পদ ছেড়ে দিয়েছি যার জন্য তা মানায়। মজনু এ কথা শুনে বললো হযরত, আমার ধারনামতে রাজত্ব কেবল লায়লার জন্যেই মানায়। হযরত হাসান বসরী (রহঃ) তার কথা শুনে বললো; তুমি একটা পাগল। তখন থেকে তার মূল নাম কায়েসের পরিবর্তে নাম হয়ে যায় মজনু(পাগল/দিওয়ানা)।
সে সময়ে সকলে তাকে পাগল, দিওয়ানা বলে সম্বোধন করতো। তিনি লায়লার জন্যে দিওয়ানা হয়ে গিয়েছিলেন।
সূত্রঃ (তামান্নায়ে দিল, পৃঃ ৩৫)