মহাপ্রভুর আসন রবি
মহাপ্রভুর আসন রবি উদিত হয়েছে, মানবাকারে খোদার গোপন রহস্য প্রকাশ পেয়েছে। ত্রিভূবন ছিল যাঁর আগমনের অপেক্ষায়, আজ সেই আশার ফুলরাজ প্রস্ফুটিত হয়েছে। যাঁকে নিয়ে নবীবর আহমদ মোস্তফা (দঃ) গৌরব করতেন, আজ সেই গৌরব, সূফীদের সারতত্বখনি জগতে আবির্ভূত হয়েছেন। হযরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তাফা (দঃ) নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং রেসালতপ্রাপ্ত নবীদের বাদশা ছিলেন। সেরূপ হযরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ মাওলানা আহমদউল্লাহ (কঃ) বেলায়তে মোকাইয়াদা যুগের পরিণতিকারী। তিনি আউলিয়াদের বাদশা এবং দোজাহানের গাউসুল আজম বা পরিত্রাণকর্তা।
– আবদুল গনি কাঞ্চনপুরি (রহঃ)
[মওলানা আবদুল গনি কাঞ্চনপুরী (রহঃ), তত্ত্বজ্ঞানী আলেম ও কামেল অলি-আল্লাহ। সমকালীন আলেমগণ তাঁকে বাহারুল উলুম বা “জ্ঞানসাগর” বলে অভিষিক্ত করেছিলেন। তিনি গাউছুল আজম মাইজভান্ডারীর উচ্চমার্গীয় আধ্যাত্মিক মাহাত্ম্য প্রকাশ করে উল্লেখযোগ্যসংখ্যক মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য “আয়নায়ে বারী”]
– ‘আল্লাহর দর্পণ’ গ্রন্থের পৃ. – ১৪০, ১৫১