মুমিন অর্থ কি?
মুমিন শব্দের অর্থ হলো পরিপূর্ণ বিশ্বাসী। যিনি ঈমানে কামেল। প্রশান্ত তথা খান্নাসমুক্ত নফসকেই মুমিন বলা হয়। যে ঈমানদার আপন গুরুর ধ্যান সাধনায় তথা যোগসাধনার মাধ্যমে আপন নফস হতে খানাস নামক শয়তানের বন্ধন হতে মুক্ত হয়েছেন তিনিই কোরানিক দর্শন অনুসারে মুমিন।