হোমপেজ আত্ম সচেতনতা মুমিনের মূল বৈশিষ্ট্য সমূহ

মুমিনের মূল বৈশিষ্ট্য সমূহ

মুমিনের মূল বৈশিষ্ট্য সমূহ (কোরানের আলোকে)

মুমিন শব্দের অর্থ হলো পরিপূর্ণ বিশ্বাসী। যিনি ঈমানে কামেল। প্রশান্ত তথা খান্নাসমুক্ত নফসকেই মুমিন বলা হয়। যে ঈমানদার আপন গুরুর ধ্যান সাধনায় তথা যোগসাধনার মাধ্যমে আপন নফস হতে খানাস নামক শয়তানের বন্ধন হতে মুক্ত হয়েছেন তিনিই কোরানিক দর্শন অনুসারে মুমিন।

মুমিনের ২০টি মূল বৈশিষ্ট্য:

১ঃ মুমিন ঈমানে কামেল তথা সফলকাম। (২৩ঃ০১)

২ঃ মুমিন খান্নাস নামক শয়তান মুক্ত।

৩ঃ মুমিনকে রব তাঁর দাস বলে স্বীকৃতি দিয়েছেন। (৮৯ঃ২৯)

৪ঃ মুমিন আল্লাহর দল। (৫৮ঃ২২)

৫ঃ মুমিনের জন্য জান্নাত। (৮৯ঃ৩০)

৬ঃ মুমিন প্রশান্ত নফসের অধিকারী। (৮৯ঃ২৭)

৭ঃ মুমিনের জন্য ইবাদত শর্ত নয়। কারণ, মুমিন বা- ঈমান।(১৫ঃ৯৯)

৮ঃ মুমিন শেরেক মুক্ত।

৯ঃ মুমিন আদম পর্যায়ের।

১০ঃ মুমিনের জন্য কোরানে তিনটি উপদেশ রয়েছেঃ (ক) মুমিন আপন সালাতে বিনম্র, (খ) আপন লজ্জাস্থান হিফাজত করে, (গ) মুমিনে তর্কাতর্কি হলে মিটিয়ে ফেলা।

১১ঃ কোরানের আদেশ ও নিষেধ মুমিনের জন্য নয়, তা আমানুর জন্য।

১২ঃ মুমিন ডানহাতের অধিকারী। (আপন স্ত্রী ব্যতীতও প্রেমিকা তথা দাসী ব্যবহার করতে পারবে। (২৩ঃ০৬)

১৩ঃ মুমিন অভাবমুক্ত, যাকাতদানে সক্রিয়। (২৩ঃ০৪)

১৪ঃ মুমিনের কলব আল্লাহর আরশ। (৪০ঃ০৭)

১৫ঃ মুমিন আল্লাহর দ্বীনে তথা তাওহীদে অবস্থান করে।

১৬ঃ মুমিন ফায়েশা মুক্ত।

১৭ঃ মুমিন রূহপ্রাপ্ত।

১৮ঃ মুমিন হতে রসুল মনোনিত হয়।

১৯ঃ মুমিন আল্লাহর চেহারা।

২০ঃ মুমিনের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন।

নিবেদকঃ আর এফ রাসেল আহমেদ