কবরের ৩টি প্রশ্ন:
কবরের ৩টি প্রশ্ন-এর ব্যাপারে হযরত রাসুল পাক (সাঃ) ফরমানঃ “প্রত্যেক মানুষকে কবরে ৩টি প্রশ্ন করা হবে, যে এই ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তাকে নিয়ে যাওয়া হবে জান্নাতে আর যে এই ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে নেওয়া হবে জাহান্নামে।”
কবরের তিনটি প্রশ্ন হলো-
১/ তোমার রব কে?
২/ তোমার দ্বীন বা ধর্ম কি?
৩/ তোমার রাসূল কে?