হযরত শাহ্ছুফী খাজা এনায়েতপুরী(কুঃছিঃআঃ) ছাহেবের উপদেশ

হযরত শাহ্ছুফী খাজা এনায়েতপুরী(কুঃছিঃআঃ) ছাহেবের উপদেশ

হতভাগ্য সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রেম-
সুধারুপ অমৃত না পান করিয়া দুনিয়া হইতে ত্যাগ করে।

আল্লাহর প্রেমিক সূর্য্যতুল্য তাহা হইতে জ্যোতি
বিকীর্ণ হইয়া থাকেন তিনি প্রদীপ তুল্য;
তাহা হইতে জগৎ আলােকিত হইয়া থাকে।

আল্লাহতায়ালা প্রত্যেক যুগে লােকদিগকে যুগােপােযােগী শিক্ষা দিতে ওলীআল্লাহ প্রেরণ করিয়া থাকেন। বাসনাকে সংঘত কর তবেই নফছের উপর জয়লাভ করিতে পারিবে।

সোর্স: BZM – Zaker Party

 
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel