হোমপেজ বাণী ও উপদেশ বড়পীরের ৪টি আধ্যাত্মিক বাণী।

বড়পীরের ৪টি আধ্যাত্মিক বাণী।

1506

বড়পীরের ৪টি আধ্যাত্মিক বাণী।

(১) হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়া আলীহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর নরীর জন্য ফরজ৷

(২) প্রতিটি বস্তুই পরিনতিতে উহার মূলের দিকে ধাবিত হয়। এ কারনেই অন্তরকে সঞ্জীত রাখার জন্য কামেল ওলী আল্লাহর সন্ধান করা কর্তব্য।

(৩) যে বাক্য সাধারন মূখ হতে প্রকাশ লাভ করে উহাই লাওহে মাফুজ অর্থাৎ আলমে জাবারুত হতে নাজিল হয়।

(৪) জ্ঞানী লোকের পবিত্র মূখ হতে নিস্রত বানী সমুহ কোন প্রকার মধ্যস্থতা এবং উপলক্ষ ব্যতিত লাওহে আকবারা হতে অবতীর্ন্য হয়।

– বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)