হাদিয়া নেওয়ার নামে চাঁদা।
হাদিয়া আরবি শব্দ, হাদিয়া শব্দের ইংরেজি অর্থ হলো Gift (গিফট),আর হাদিয়া শব্দের বাংলা অর্থ হলো উপহার, এবং হাদিয়া শব্দের সংস্কৃত ভাষায় এর অর্থ প্রণামী, প্রণামী বা হাদিয়া কখনো নিধারণ করা যায় না,
ব্যক্তি তার সমার্থ অনুসারে হাদিয়া বা প্রণামী প্রদান করিবেন, যে ব্যক্তি হাদিয়া বা প্রণামী নির্ধারণ ক্রমে গ্রহণ করিয়াছেন তখন তাহা হাদিয়া বা প্রণামী হবে না, নিধারন করে যা নেওয়া হবে কাজের বিনিময় অর্থ, মনিব কতৃক নির্ধারন হয় চাকরের বেতন কিন্তু এখন হাদিয়া নামে চাকর মনিব বুনে যায়, আমাদের সমাজে চাকর তার বেতন নির্ধারন করে হাদিয়া বা প্রণামীর নামে ভিন্ন কৌশলে অবলম্বন করে।
হাদিয়া ও প্রণামীর নামে চলছে রমরমা চাঁদা বাণিজ্য, যুগ যুগ ধরে ধর্মের নাম ব্যবহার করে সাধারণ মানুষের মাথা ভেঙ্গে খাচ্ছে মোল্লা পুরোহিত। নানান রকম কু-কৌশলে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের বনিক গন সুকৌশলে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের কষ্টে অর্জিত অর্থ লুটে নিচ্ছে। ৬০০০ বছরের অধিক সময় থেকে প্রণামির নামে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর জুলুম চালিয়ে আসছে পুরোহিত নামধারী একদল ভন্ড নেওলে, অপরদিকে ১০,০০০ বছরের অধিক সময় ধরে এক আল্লাহ তথা ইসলাম ধর্মের অনুসারী একদল লেবাসধারী ভন্ড মোল্লা, হাদিয়া নামে লুটে নিচ্ছে সাধারণ মুসলিমের কষ্টে উপার্জিত অর্থ, কাটমোল্লারা বলে “আমরা ধর্মের কাজে বিনিময়ে বেতন নেই না, আমরা যা নিচ্ছে তা হাদিয়া”
অন্য দিকে আলেমদের ভালো খাবার, টাকা পয়সা, ইত্যাদি হাদিয়া করিলে আল্লাহ তায়ালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন, আর বেহেশতে যাওয়া নিচ্চিত! এই ভাবে নিরীহ মুসলিম সম্প্রদায়ের উপর ধর্মের দোহাই দিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।
পুরোহিত সংস্কৃত ভাষায় মন্ত্র পাঠ করে থাকে, বাংলা ভাষায় মন্ত্রের অর্থ কখনো বুঝিয়ে বলেই না, কারণ বাংলা অর্থ বুঝিয়ে দিলেই তার কাছে গিয়ে নগদ টাকা দিবে না, বানিজ্য শেষ হয়ে যাবে পুরোহিত নামধারী ভন্ড ধর্ম বনিকদের। এ-ই জন্য প্রণামীর অর্থ কি তা বলতেই বারণ, নিপাত যাক প্রণামীর নামে চাঁদাবাজি।
মোল্লা মৌলভীরা আরবি ভাষায় সুরা পাঠ করে থাকে, বাংলা ভাষায় সুরার অর্থ কখনো বুঝিয়ে বলেই না, কারন বাংলা অর্থ বুঝিয়ে দিলেই তার কাছে গিয়ে নগদ টাকা দিবে না, বানিজ্য শেষ হয়ে যাবে মোল্ল মৌলভী নামধারী ভন্ড ধর্ম বনিকদের। এ-ই জন্য হাদিয়ার অর্থ কি তা বলতেই বারণ, নিপাত যাক হাদিয়ার নামে চাঁদাবাজি।
হাদিয়া ও প্রণামীর নামে ভিক্ষাবৃত্তি তথা চাঁদাবাজি বন্ধ হওয়া অতিব জরুরি! হাদিয়া বা প্রনামী নির্ধারণ করে গ্রহন করা এক ধরনের চাঁদাবাজি। আসুন সোচ্চার হই! এই চাঁদাবাজি রোধ করি। ভন্ডদের ভন্ডামী নিপাত যাক, সত্য মানুষের মাঝে প্রকাশ পাক!
– নিরন্ন আশ্রম