কোন শয়তানকে ঢিল মারিলা (ইসলামিক কবিতা)
কোন শয়তানকে ঢিল মারিলা
– সেখ আমিরউদ্দিন
ঘরে ঘরে পয়দা শয়তান
কোন শয়তানকে ঢিল মারিলা
কী ছিল করার কথা
আর কী করিলা মোল্লা।।
সুদ, ঘুষ, ছিলো হারাম
সমাজে ছিলো আরাম
নতুন এক দিয়া নাম
নিজেরাই আগে গিল্লা।।
শত টাকার হারাম রুজি
রেখে আটানব্বই নিজের পুঁজি
দু টাকা দিয়ে মসজিদে গুজি
হালালের তকমা নিলা।।
বাইরে মানুষের করলে গীবত
বিড়াল কুকুরের মোহাব্বত
গেলো বেকার সব ইবাদত
কোন পথের পথিক হলা?
পাঁচ ওয়াক্ত ডাকো আল্লায়
বাইরে এসে কখন রক্ত খায়!
মালিক তো বেকুফ নয়
হিসাব রয়েছে তোলা।।
আমির উদ্দিন বলে শোনো
হলে অহংকারে পরিপূর্ণ
আজ বাদশাহ কাল ফকির জেনো
কর্ম গুণে ফলের পালা।।