বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর অমূল্য বাণী সমূহ
১। মশারীর ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তুপের উপর ঈমান ঠিক রাখা কঠি।
২। মন অতি চঞ্চল, বিষয় থেকে বিষয়ে ছুটে বেড়ায় সে, তাকে একের ঘরে নিয়ে আসো, একের মধ্যে ডুবিয়ে দাও।
৩। যিনি অন্ধকার হতে আলোর দিকে এগিয়ে যাবার পথ দেখান তিনিই গুরু।
৪। দুনিয়ায় মানুষ সাধারণত ভাবে কি পেলাম? প্রেমিকজন ভাবে কি দিলাম?
৫। ফকিরির সাধনা কোন কিছু পাবার জন্য না, সবকিছু হারাবার জন্য।
৬। ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে যে ভালোবাসতে পারে সে দশের বাইরে এগারো।
৭। শরিয়তি শয়তান থাকে মক্কার মিনাতে, তাকে পাথর মারতে হয়; মারেফতি শয়তান থাকে অন্তরে তাকে নিয়ন্ত্রণ করতে হয়।
৮। পরের দোষ সাবাই দেখে, তুমি নিজের দোষ আর ভুলগুলো চিনে নাও।
৯। হাত-পা-মুখ ধুইলেই পবিত্রতা আসেনা। পবিত্রতা আসে অন্তরের কলুষ হতে মুক্ত হতে পারলে।
১০। অনুষ্ঠান একটি প্রতীকী ব্যাপার, প্রতীকের আড়ালে লুকানো সত্যটিকে প্রতিষ্ঠা করো।
১১। মানুষ ছাড়া শয়তানও পাওয়া যায় না, মানুষ ছাড়া খোদাও পাওয়া যায় না।
১২। ফকিরির রাজ্যে বেয়াদবির স্থান নাই।
১৩। আচার যখন তার লক্ষ্য উদ্দেশ্য হারায় তখন তা অনাচারে পরিনত হয়।
১৪। যার মধ্যে এক বিন্দু অহংকার আছে সে মুক্তির রাজ্যে প্রবেশ করবে না।
১৫। আঘাত করা সহজ কিন্তু বুকে তুলে নেওয়া কঠিন।
– কালান্দার বাবা জাহাঙ্গীর
বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর আরো পোস্ট পড়ুন: