মা ফাতেমা (আ:) এর মাজার হতে সালামের জবাব।
ইমাম হুসাইন (আ:) যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাবেন, তার পূর্ব রাতে ইমাম হুসাইন (আ:) তার বড় ভাই ইমাম হাসান (আ:) এর মাজার জিয়ারত করে বিদায় নিলেন। এরপর মা ফাতেমার মাজারে গিয়ে আরজ করলেন, আম্মাজান আজ তোমার আদরের হুসাইন তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছে এবং আখেরী সালাম পেশ করছে।
তখন পবিত্র মাজার থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুমুস সালাম ওহে আমার আদরের মজলুম সন্তান। ইমাম হুসাইন (আ:) ঐ খানে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। অত:পর ওখান থেকে ফিরে এসে মক্কা মকারমার উদ্দেশ্যে রওনা হযে গেলেন।
গ্রন্থসুত্র: ‘তাযকিরাতুল আউলিয়া ও ওলীগন জিন্দা।’