মুয়াবিয়ার ফজিলতে প্রচলিত হাদিসগুলো বানোয়াটঃ

0

মুয়াবিয়ার ফজিলতে প্রচলিত হাদিসগুলো বানোয়াটঃ

মুনাফেক মুয়াবিয়ার ফজিলতে প্রচলিত অনেক হাদীস মুয়াবিয়ার অনুসারীরা পেশ করে থাকে যা বানোয়াট ও ভিত্তিহীন। এই মুনাফেক মুয়াবিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মওলা আলী (আঃ) এর শানে বর্ণিত হাদীসে তার নাম ঢুকিয়ে দেয়। আল্লামা ইবনে জওযি (রঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বল (রঃ) তাঁর পুত্রের প্রশ্নের জবাবে বলেন, হযরত আলী (কঃ) এর ফজাইল সম্পর্কে রাসুলে খোদা (দঃ) যেসকল হাদিস বলে গেছেন, আর কোন সাহাবী সম্পর্কে এত হাদিস বর্ণিত হয়নি। কিন্তু মওলা আলীর (কঃ) অনেক শত্রু ছিল, তারা সম্মিলিতভাবে হযরত আলীর (আঃ) এর দোষ-ত্রুটি খুঁজতে ঝুঁকে পড়ল। যেসকল হাদিসে হযরত আলীর (কঃ) প্রশংসা ছিল, সেগুলো বিকৃত করে তথায় এই মুয়াবিয়ার নাম ঢুকিয়ে দিল। অতঃপর মওলা আলীর শানে রচিত হাদিসগুলো হয়ে গেল মুনাফেক মুয়াবিয়ার নামে হাদিস (হাদিস নিয়েও বদমাইশী)।

  • সাওয়াইক-এ মুহারিকা নামক কিতাবে বর্ণিত আছে যে, হযরত আলী (কঃ) এর নামের স্থলে মুয়াবিয়ার নাম জুড়ে উপস্থিত সকলের সামনে হাদিস বর্ণনা করা হত।
  • ইমাম ইসহাক বিন ইব্রাহিম হানাযালি (রঃ) বলেন, ‘ফজিলতে মুয়াবিয়ার কোনো হাদিসই সহী নহে’।
  • আল্লামা জালালুদ্দীন সুয়ুতী (রঃ) বলেন, মুয়াবিয়ার ফজিলতে প্রচলিত হাদিসগুলো মৌযু।

সূত্রঃ কারবালা ও মুয়াবিয়া।
লেখকঃ সৈয়দ গোলাম মোরশেদ।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here