বায়েজিদ বোস্তামী (রহ.) এর ১০টি নসিহত নামা

বায়েজিদ বোস্তামী (রহ.) এর ১০টি নসিহত নামা

ইরাণের রকমিস প্রদেশের খোরাসান শহরের বোস্তাম অঞ্চলের শহরোদ গ্ৰামে ৮০৪ সালে বায়েজিদ বোস্তামী জন্মগ্ৰহণ করেন। ৮৭৪ সালের২৬ মে, (২৩৪ হিজরির ১৫ শাবান) স্বীয় বোস্তামে ওফাত হয়।

হজরতের মূল্যবান নসিহতে বলেন,

১। সাধকের নিম্নতম পরিচয় এটা যে, তার মধ্যে আল্লাহ তায়ালার গুণসমূহ পাওয়া যায়।

২। আল্লাহ যদি আমার এবং সারা মাখলুকের গোনাহ মাফ করে দেন, তবুও তা তার অফুরন্ত রহমত ও সত্যবাদিতার তুলনায় তো কিছুই নয়।

৩। আল্লাহর মহব্বতে অনেক দূর্বলও প্রবল এবং অনেক প্রবল ব্যক্তিও দুর্বল হয়ে পড়ে।

৪। কোনো মুসলমান ভাইকে শরবিন্দা করা অপেক্ষা ক্ষতিকারক আর কোনো গুনাহ নেই।

৫। আলেম ও আরেফ(তত্তজ্ঞানী) একত্রে বসলে আলেম বলেন-“আমি কি করবো”? আর আরেফ বলেন,-“তিনি কি করেন”।

৬। এলেম মানুষের জীবনী শক্তি, মারিফাত অন্তরের শান্তি, এবং আল্লাহর জিকির দ্বারা প্রকৃত স্বাদ লাভ হয়।

৭। আরেফ আল্লাহর দীদার লাভ ব্যতীত দুনিয়ার কোনো বস্তুতেই সন্তুষ্ট হতে পারে না।

৮। যাকে আল্লাহ নিজের বন্ধু বলে গ্ৰহণ করেন, তাকে আল্লাহ তিনটি স্বভাব
প্রদান করে-১) নদীর মতো উদারতা, ২) সূর্যের মতো দয়া, ৩) মাটির মতো বিনয়।

৯। নিজেকে প্রাণপণে এবাদতে মশগুল করবে বটে, কিন্তু সাথে সাথে আল্লাহর রহমতের আশাও রাখবে।

১০। যে ব্যক্তি আল্লাহকে সত্যরূপে চিনতে পারে, সে জীবিত বটে এবং যে ব্যক্তি আল্লাহকে নিজের অনুমান দ্বারা চিনতে চায়, সে মৃত্যুমুখে পতিত হয়।

(সীরাতুল মাশায়েখ, প্রথম খন্ড-পৃষ্ঠা-৬৬-৬৭)
নিবেদক- মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel