চাণক্য পন্ডিতের অমূল্য বাণী (পর্ব: ৩)
(৪৫) বাল বৃদ্ধ যুবা যেই হোক না অতিথি, গুরুজ্ঞান তার-ই সেবা গৃহস্থের রীতি।
(৪৬) বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে।
(৪৭) অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না, মলয়- পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না।
(৪৮) অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, যাঞ্চায় সম্মান-নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়।
(৪৯) অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য।
(৫০) অহংকারের মত শত্রু নেই।
(৫১) আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়।
(৫২) আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ,যার যেটি ঈপ্সিত সে সেই পথেই যায়।
(৫৩) উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গেথাকে, সে-ই প্রকৃত বন্ধু।
(৫৪) গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।
(৫৫) গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভাল, কারণ তার কাছে বন আরগৃহে কোনও তফাৎ নেই।
(৫৬) দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল।
(৫৭) ধর্মের চেয়ে ব্যবহারই বড়।
(৫৮) পাপীরা বিক্ষোভের ভয় করে না।
(৫৯) বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ, কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ্য-অঙ্গও গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না।
(৬০) মিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয়।
(৬১) যশবানের বিনাশ নেই।
(৬২) শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর। সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল-মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি।
(৬৩) সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভাল, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়।
(৬৪) পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান।
(৬৫) চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না।
(৬৬) পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।
চাণক্য পন্ডিতের বাণী আরো পর্ব:
* চাণক্য পন্ডিতের অমূল্য বাণী (পর্ব: ১)
* চাণক্য পন্ডিতের অমূল্য বাণী (পর্ব: ২)
* চাণক্য পন্ডিতের অমূল্য বাণী (পর্ব: ৩)