সুদ ও ধার নেওয়া প্রসঙ্গে

সুদ ও ধার নেওয়া প্রসঙ্গে

সুদ দেওয়া-নেওয়ার বিরোধীতা সবাই করে। অথচ নিজের দরিদ্র আত্মীয়-স্বজনদের ধার দিতে চায় না কেউ। ধার না পেয়েই তো সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়।

ধার দেওয়া উত্তম কাজ। অথচ টাকা ধার দেওয়ার বিরুদ্ধে কত শত বাক্য যে আছে সমাজে, তার হিসেব নাই। এমন কি গান-কবিতাও আছে।

মানুষ বড়ই অদ্ভুত জীব। তারাই সমস্যা তৈরি করবে, তারপর তারাই সেই সমস্যার সমালোচনা করবে; কিন্তু সমস্যার জন্য নিজেই যে দায়ী- তা স্বীকার করবে না এবং সেই সমস্যার সমাধান জানা সত্ত্বেও সমাধান করতে চাইবে না।

প্রশ্নঃ যে বা যারা সুদের বিনিময়ে ঋণ নিচ্ছে, তাদেরকে সুদহীন ঋণ কেন দিচ্ছেন না আপনি?
উত্তরঃ কারণ সমালোচনা করতে বা দোষ ধরতে পয়সা লাগে না। কিন্তু কাউকে ঋণ দিয়ে উপকার করতে পয়সা লাগে।

এই সমাজের অধিকাংশ পাপের পিছনে পরোক্ষভাবে পূণ্যবান পাপহীন নিষ্পাপ ব্যক্তিরাই দায়ী।

লেখাঃ DM Rahat

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel