হোমপেজ বাণী ও উপদেশ যখন আমি চলে যাব এ পৃথিবী ছেড়ে-মাওলানা রুমী।

যখন আমি চলে যাব এ পৃথিবী ছেড়ে-মাওলানা রুমী।

681
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

যখন আমি চলে যাব এ পৃথিবী ছেড়ে-মাওলানা রুমী।

“যখন আমি চলে যাব এ পৃথিবী ছেড়ে”
-মাওলানা জালালুদ্দিন রুমি রহঃ

আমার কফিন বাক্সটি
নিয়ে যাবার সময় তুমি ভেবোনা যে,
আমার ভেতর রয়েছে পৃথিবী ছেড়ে যাবার সে ব্যাথা।
তোমার চোখের অশ্রু ফেলোনা,
আর্তনাদ করোনা বা কোনো দুঃখ বোধ করোনা।
আমি কোনো অতল গহ্বরে পতিত হতে যাচ্ছি না।
যখন আমার নিষ্প্রাণ দেহটি নিয়ে যাওয়া হবে,
তখন আমার চলে যাওয়ার ব্যথায় তুমি কেঁদোনা।
আমি আসলে যাচ্ছিনা,
আমার কেবল আগমন ঘটছে
সেই অনন্ত ভালোবাসার জগতে।

যখন আমায় কবরে রেখে যাবে
তখন তুমি আমায় বিদায় দিওয়োনা।
মনে রেখো কবর হলো শুধু একটা পর্দা
যার আড়ালে রয়েছে অনন্ত স্বর্গ।

তুমি শুধু দেখবে আমায় কবরে নামাতে,
এখন তুমি দেখবে আমায় উঠে আসতে,
কি করে কিছুর শেষ হতে পারে।
যখন সূর্য কিংবা চাঁদ ডুবে,
দেখে মনে হতে পারে এর সমাপ্তি
ভাবতে পারো হয়তো সূর্যাস্ত হলো।
কিন্তু আসলে কেবল ভোর হলো।
যখন কবর তোমায় গ্রহণ করে নেবে
ঠিক তখন তোমার মুক্তি।

কখনো কি তুমি দেখেছ,
একটি বীজ মাটিতে পড়ে -তা থেকে
নতুন একটি অঙ্কুরের জন্ম না হতে,
তখন মানুষ নামের বীজ হতে অঙ্কুরিত হ‌ওয়াতে,
কেন তোমার কোনো সন্দেহ থাকবে।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

কখনো কি দেখেছ কুয়োতে নামিয়ে
উঠিয়ে আনা বালতি শূন্য ফিরে আসতে,
তবে কেন তুমি আর্তনাদ করবে
যখন সেই আত্নাটিও ইউসুফের কুয়ো থেকে-
ফিরে আসার মতো আবারও ফিরে আসবে।

যখন শেষ বারের মতো তুমি মুখটি বন্ধ করবে
তখন তোমার শব্দ গুলো ও আত্নাটি চলে যাবে,
একটি স্থানহীন একটি সময়হীন জগতে।

– মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)