হযরত জুন্নুন মিশরী (রহঃ) এর বাণী
খাদ্যপূর্ণ পাকস্থলীতে প্রজ্ঞার বসতি নেই।
আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম রাখা, আর মহান আল্লাহ পাকের সাথে প্রেম রাখা একই কথা।
সৃস্টিকর্তা ব্যতীত সকল কিছুই পরিত্যাগ করাই হলো তাসাউফ।
যে বান্দা সর্বশক্তিমান প্রভুকে চিনিয়াছে, তার অপরুপ নিদর্শন এই যে, সে সব সময় নিরব থাকিবে। এবং জাগতিক সৃষ্টিকূল থেকে দূরে আত্মগোপন করিয়া থাকিবে।
যে ব্যাক্তি দিদারে এলাহীর পথ পায়নি, এবং সেই পথের সন্ধান ও করেনি, সে ব্যাক্তি সব থেকে অধম।