মুয়াবিয়াকে যে সমস্ত সাহাবা ও মহাপুরুষগণ পথভ্রষ্ট জানতেন
মুয়াবিয়ার দুস্কার্যের কারণে যে সমস্ত সাহাবাগণ এবং মহাপুরুষগণ তাকে গোমরাহ ও পথভ্রষ্ট হিসেবে জানতেন তাদের নামের তালিকাটি হলাে:
১. উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:)।
২. উম্মুল মুমিনীন হযরত উম্মে ছালমাহ (রা:)।
৩. হযরত আবু দারদা (রা:)।
৪. হযরত আম্মার বিন ইয়াসির (রা:)।
৫. হযরত কায়েস বিন সাদ (রা:)।
৬. হযরত আবুজর গিফারী (রা:)।
৭. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:)।
৮. হযরত হাজর বিন আদী (রা:)।
৯. হযরত আবদুর রহমান বিন আবুবকর (রা:)।
১০. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা:)।
১১. হযরত আবদুল্লাহ ইবনে জোবায়ের (রা:)।
১২. হযরত খাজা ওয়ায়েছ আল করণী (রা:)।
১৩. হযরত খাজা হাসান আল বসরী (রা:)।
১৪. হযরত সাম্মারা বিন জয়নব (রা:)।
১৫. উম্মাদুল হিন্দি মােল্লা নিজামউদ্দীন লক্ষ্মৌবী (রহ.)।
১৬. হযরত শরীক ইবনে আওর (রহ.)।
১৭. ইয়াজিদ বিন মুয়াবিয়া (মুয়াবিয়ার পৌত্র)।
১৮. ইমাম নেসাঈ রাহমাতুল্লাহি তায়ালা আলায়হি।
১৯. ইমাম ইসহাক বিন রাহুয়া (রহ.)
২০. ইমাম রাগেব ইস্পাহানী (রহ.)।
২১. আল্লামা ইবনে জরির তাবারী (রহ.)।
২২. আল্লামা ইবনে আসির (রহ.)।
২৩. আল্লামা ইবনে আবুল ফেদা (রহ.)।
২৪. আল্লামা সিবতে ইবনে জওজী (রহ.)।
২৫. হযরত জারিয়া বিন কাদাম (রহ.)।
২৬. শাহ্ আবদুল হক মুহাদ্দেস দেহলবী (রহ.)।
২৭. মৌলবী কাসেম দেওবন্দী (রহ.)।
২৮. শাহ আবদুল আজিজ মুহাদ্দেস দেহলবী (রহ.)।
২৯. মৌলবী আকরামউদ্দীন (রহ.)।
তথ্যসূত্র: “পরহেজগারীর আড়ালে ওরা কারা”, কাজী বেনজির হক চিশতী নিজামী।