মাজার জেয়ারতের নিয়তে যাইয়া জেয়ারত না করার বেয়াদবির কুফল

মাজার জেয়ারতের নিয়তে যাইয়া জেয়ারত না করার বেয়াদবির কুফল

বিশ্বওলি শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর লিখিত নসিহতের ২৩তম খন্ড: “বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা-পদ্ধতি” হতে তুলে ধরা হয়েছে!!

একদা এক দম্পতি চট্টগ্রামস্থিত কোন মাজার জেয়ারতের জন্য আমার নিকট অনুমতি চাইলেন। আমি তাহাদেরকে মাজার জেয়ারতের অনুমতি দিলাম। তাহারা স্বামী-স্ত্রী দুইজন একটি জিপ গাড়ীতে করিয়া চট্টগ্রামে পৌছাইয়া উদ্দিষ্ট মাজারের নিকটে গেলেন, স্বামী জীপ হইতে নামিয়া মাজারে যাইয়া অতি বিনীত হৃদয়ে জেয়ারত করিলেন, ফাতেহা পাঠান্তে ছওয়াব রেছানী করিলেন, কিন্তু স্ত্রী জীপ গাড়ীতেই বসিয়া থাকিলেন; জেয়ারতের নিয়তে গমন করিয়াও শেষে জেয়ারত করিলেন না।

স্বামী জেয়ারত সম্পন্ন করিয়া জীপে আসিয়া স্ত্রীসহ গৃহভিমুখে রওয়ানা দিলেন। পথিমধ্যে স্ত্রীর মস্তিস্ক বিকৃত হইল, উন্মাদের মত প্রলাপ বকতে লাগিল। স্বামীর সন্দেহ হইল, হয়তঃ কোন বেয়াদবী হইয়াছে। তাই কালক্ষেপন না করিয়া তিনি আমার নিকটে আসিয়া আদ্যোপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। আমি বলিলাম, মাজার জেয়ারতের নিয়তে যাইয়া জেয়ারত না করিয়া গাড়িতে বসিয়া থাকা বেয়াদবী ছাড়া আর কি! আমি তাহাকে পুনরায় মাজারে যাইয়া ক্ষমা ভিক্ষা চাওয়ার পরামর্শ দিলাম। তিনি পরবর্তীতে মাজারে যাইয়া ক্ষমা চাহিলেন। অবশেষে তাহার স্ত্রী সূস্থ্য হইলেন। তাহার অসংলগ্ন আচরণ দূরীভূত হইল।

আরো পড়ুন:
মাজার জেয়ারতের নিয়মাবলীঃ
মাজার জেয়ারতের তাৎপর্য ও নিয়মাবলীঃ

বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরীর সকল কারামত গুলো

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel