খাজাবাবা এনায়েতপুরী (রহঃ) সাহেবের একটি মোজেজা

হযরত খাজা এনায়েতপুরী (রহঃ) হুজুরের একজন হিন্দু ভক্ত মুরিদ ছিলেন (নাম মসাই মাখন বাবু) তিনি সবসময়ই রহমতের সময় ঘুম থেকে উঠে আল্লাহ পাককে ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিম এবং হযরত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইয়া রাহমাতাল্লীল আলামিন, ইয়া সাফিউল মোজনেবিন বলে কেঁদে কেঁদে ডাকতেন।।

অর্থ্যাৎঃ- আপন মুর্শিদের শিক্ষা দেওয়া এই আমলটি তিনি সব সময় করতেন। তিনি যখন মৃত্যুবরণ করলেন, তাদের ধর্মানুযায়ী চিতার আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হলো, আগুন জ্বলে কিন্তু হিন্দু মসাই মাখন বাবুর পশম ও পুড়লোনা। তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এনায়েতপুরী (রহঃ) পীর ছাহেবের শিক্ষামতে তিনি শেষ রাত্রে ঘুমাইতেন না, কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতেন। সেজন্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন এবং চিতার আগুন তাকে পুড়তে পারলো না।

খাজা এনায়েতপুরী (রহঃ) এর কাছে পরে জানতে চাওয়া হয়েছিল তিনি তাদের উত্তরে বলেছিলেন, মাখনকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন ও স্পর্শ করতে পারবে না। (সুবহানাল্লাহ) তাই আল্লাহ পাকের ওলীগনদের (আপন মুর্শিদের) শিক্ষা দেওয়া অজিফা গুলো পালন করা আমাদের জন্য অত্যাবশ্যক। আল্লাহপাক আমাদের সকলকে কবুল করুক। আমিন, ছুম্মাআমিন।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel