খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) এর ১০টি নসিহত
(১) এলেম গভীর সাগর সাদৃশ্য, মারিফাত তার তরঙ্গ।
২) দান করলেই খোদায়ী নিয়ামত লাভ করা সম্ভব।
(৩) পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানোও এবাদত।
(৪) পরিশ্রম ব্যতীত কোন্ কিছুই অর্জন করা সম্ভব নয়।
(৫) চার শ্রেণীর লোক খুবই ভালো। প্রথমত, যে দরবেশ সর্বদা নিজেকে ধনী মনে করে। অর্থাৎ সম্বলহীন হওয়া সত্ত্বেও যে নিজেকে দারিদ্র কখনোই প্রকাশ করে না। দ্বিতীয়ত, ক্ষুধার্ত নিজেকে তৃপ্ত ভাবে। তৃতীয়ত, যে চিন্তা ক্লিষ্ট বিপন্ন সর্বদা হাসিমুখে থাকে। চতুর্থত, যে লোক শত্রুর সাথে বন্ধু সুলভ আচরণ করে।
(৬) আরেফের নির্দশন এই যে, তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন, এবং প্রতিটি শ্বাস -প্রশ্বাসে তিনি আল্লাহকে স্মরণ করেন।
(৭) যে সকল কথা বা কাজ আল্লাহ অপছন্দ করে, বান্দাও যদি সে সকল কথা বা কাজ ঘৃণা করতে শিখে, তবেই আল্লাহর দোস্তী সে অনায়াসে লাভ করতে পারে।
(৮) আরেফ যখন নীরব থাকেন, মনে করবে তিনি প্রভুর সঙ্গে কথা বলছেন।
(৯) ভালোবাসার প্রকৃত দাবিদার ওই সকল লোক, যারা সর্বদা বন্ধুর কথা শুনতে ভালোবাসে।
(১০) প্রেমের পথে যে অটল থাকে, প্রেমাগ্নি তার অস্তিত্বকে বিলোপ করে দেয়।