হোমপেজ কারবালা ও ইমাম হোসাইন আদম (আঃ) নিজেই ইয়াজিদকে অভিশাপ দিয়েছিলেন

আদম (আঃ) নিজেই ইয়াজিদকে অভিশাপ দিয়েছিলেন

আদম (আঃ) নিজেই ইয়াজিদকে অভিশাপ দিয়েছিলেন

হযরত আদম (আঃ) পৃথিবীতে অবতরণ করে হাওয়ার সন্ধানে এসে কারবালায় পৌছে ছিলেন। এখানে আসার পর তাঁর মনে বিনা কারণে দুঃখ অনুভব হতে ছিল। ইমাম হুসাইন (আঃ) এর শহীদ হবার স্থানে এসে আছার খেয়ে পড়ে গেলেন এবং তাঁর পা থেকে রক্ত ঝরতে ছিল। তিনি ভয় পেয়ে গিয়ে আল্লাহর কাছে এর কারণ জানতে চাইলে জিবরাইল এসে জানালেন শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নাতী ইমাম হুসাইন (আঃ) এখানে শহীদ হবেন এবং তাঁর হত্যাকারী হবে ইয়াজিদ যার উপর আসমান-জমিন অভিশাপ দিবে। একথা শুনে হযরত আদম (আঃ)ও ইয়াজিদের প্রতি অভিশাপ দিয়ে ‘আরাফাতের’ পর্বতের দিকে অগ্রসর হলেন এবং হাওয়ার সাক্ষাত পেলেন।

সূত্র: (‘বিহারুল আনোয়ার’ কিতাবের ১০ খন্ড সূত্রে বেহুঁশের চৈতন্য দান কিতাবের ৭১১-৭১২ পৃষ্ঠা)