মাইজভান্ডারী তরিকার সপ্তকর্ম পদ্ধতি:
মাইজভান্ডারী তরিকার সপ্তকর্ম পদ্ধতি চরিত্রগত ভাবে অর্জিত হলে সাধক খিজির (আঃ) এর মর্যাদার ওলি-আল্লাহ হবেন:
(১)
ফানা আনিল খালক্ঃ
“আত্মনির্ভরশীলতা, আল্লাহ পদত্ত শক্তি সমার্থ্যের উপর আস্থাশীল হয়ে আত্মনির্ভরশীল হওয়া।”
(২)
ফানা আনিল হাওয়াঃ
“অনর্থ পরিহার, যে কাজ কোন সুফল দেয় না তা থেকে বিরত থাকা। গীবত, চোগলখোরি, পরনিন্দা পরিহার।”
(৩)
ফানা আনিল ইরাদাঃ
“সুখে দুখে খোদায়ী ইচ্ছা শক্তিতে সন্তুষ্ট থাকা। নিজের প্রবৃত্তিপ্রসূত ইচ্ছাকে বিলিন করে তকদিরের উপর সন্তুষ্ট থাকা।”
(৪)
মাউতে আবয়্যাজঃ
“সংযম পালন, উপবাসযাপন, সল্প নিদ্রা, সল্প আহার, সল্পবাক জীবন-যাপন অনুসরণ করা।”
(৫)
মাউতে আসওয়াদঃ
“আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি, অপরের নিন্দা ও সমালোচনা সহজভাবে গ্রহন, প্রতিহিংসা ও ক্ষোভ দমন।”
(৬)
মাউতে আহমরঃ
“লোভ-লালসা, অশ্লীলতা, কামনা-বাসনা দমন ও সংযতকরন।”
(৭)
মাউতে আখজারঃ
“অল্পে তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপন, বাহুল্য পরিত্যগ ও নির্বিলাস জীবন-যাপন।”