হোমপেজ মানবতা ও ধর্ম কারা মানবতাবাদী?

কারা মানবতাবাদী?

101
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

কারা মানবতাবাদী?

জীবনের এক দূর্লভ অভিজ্ঞাতা আজ অর্জন করলাম এক পথ টোকাই শিশুর কাছ থেকে। আমি আবার শিখলাম বন্ধুত্ব কাকে বলে, কাকে বলে ত্যাগ, কাকে বলে মানবতা।

কিছু প্রয়োজনীয় কাজে আজ যাত্রাবাড়ী গিয়েছিলাম, বন্ধুর কথা ফ্রাই চিকেনের দোকানে গেলাম ফ্রাই চিকেন আর ফ্রাই পোটেটো খাওয়ার জন্য। খাওয়ার সময় একটি শিশু এসে দাঁড়ালো আমার বন্ধুটির পাশে, আমার বন্ধুটি ঐ পথ শিশুর হাতে কয়েক টা ফ্রাই আলুর পিস দিল। আমি লক্ষ করলাম শিশুটি সেগুলো না খেয়ে হাতে নিয়ে দ্রুত অন্য দিকে চলে যাচ্ছে, আমি আগ্রহ নিয়েই ছেলেটিকে ফলো করলাম, দেখলাম অন্য একটি পথ শিশু ওর আছে এসেছে, আর ঐ শিশুটি হাত বাড়িয়ে দিল, সে এক পিস ফ্রাই আলু নিয়ে খেতে লাগল, তারপর ছেলেটি আবার ঐ ছেলেটির দিকে আলুসহ হাত বাড়িয়ে দিল, দেখে মনে হল ছেলেটি তার বন্ধুকে বলছে “আরেক পিস নে তুই, আমরা সমান সমান খাই”।

বলার অনেক কিছু, কিন্তু বলব না। কিছু কথা বলে বুঝানো যায় না, বরং হৃদয় দিয়ে সেটা অনুভব করতে হয়। শুধু এতটুকু বলব, আমরা যারা নিজেদের মানবতাবাদী দাবি করছি, আসলে আমরা কত টুকু মানবতাবাদী কর্ম করেছি? আমাদের চেয়ে কি এই পথ শিশুরা বেশি মানবতাবাদী নয়! আমরা কি আসলেই মানবতাবাদী নাকি এই পথ শিশুরা?

– ১লা সেপ্টেম্বর, ২০১৫
লেখাঃ DM Rahat

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে