হোমপেজ মাওলা আলী (আঃ) প্রসঙ্গ মাওলা আলীর শান-মান: পর্ব-৪

মাওলা আলীর শান-মান: পর্ব-৪

মাওলা আলীর শান-মান: পর্ব-৪

মাওলা আলীর অসাধারণ শান-মান (ধারাবাহিক পর্ব নং-৪)।

দয়াল রাসূল পাক (সাঃ) মাওলা আলীকে বলেনঃ أَنْتَ أَخِي فِي الدُّنْيَا وَ الْاَخِرَة.

“তুমি দুনিয়া এবং পরকালে আমার ভাই।”

সূত্র: (সুনানে তিরমিযী ৫:৬৩৬/৩৭২০,আর রিয়াদুন নাদরাহ ৩:১২৪)

এখানে দয়াল রাসূল (সাঃ) এবং মাওলা আলীর মধ্যে গভীর প্রেমের সম্পর্কের কথা বুঝানো হয়েছে। চিনি যেমন পানির সাথে মিশে নিজের অস্তিত্ব হারিয়ে শরবতে পরিণত হয়। ঠিক তেমনিভাবে মাওলা আলী নিজের অস্তিত্ব স্বত্তাকে বিলীন করে দিয়ে দয়াল রাসূলের স্বত্তায় মিশে নুরে মোহাম্মদী রুপ ধারণ করেছে। তাই দয়াল রাসূল (সাঃ) সবসময় বলতেন, আমাকে যে চিনেছে সে হলো আলী। মাওলা আলীকে রাসূল পাক (সাঃ) এতোবেশি ভালোবাসতেন যে, একমুহূর্তের জন্য না দেখে থাকতে পারতেন না। আর মাওলা আলীও দয়াল রাসূলের সাথে সবসময় ছায়াসঙ্গী হিসেবে লেগে থাকতেন।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।